সোমবার, ২০ মে, ২০১৯, ১২:০৮:১৬

শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে জয় পেল আয়ারল্যান্ড

শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে জয় পেল আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক :  আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুত করে নিতে আজ ১৯ মে আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে আফগানিস্তান। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হয় বিকাল ৩:৪৫ মিনিটে।

এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক গুলবাদিন নাইব। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৫ ওভারে ২১০ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। ২১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে ১৩৮ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭২ রানে জয় পেল আয়ারল্যান্ড।

আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন আসগর। এছাড়াও নবি ২৭, নাইব ২০, রশিদ ১৬, জাজাই ১৪ ও শাহিদি ১২ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি। আয়ারল্যান্ডের হয়ে অ্যাডায়ার ৪টি, র‍্যাঙ্কিন ৩টি, মুরতাঘ ২টি ও কেভিন ও’ব্রায়েন ১টি উইকেট শিকার করেন।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টার্লিং। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান আসে অধিনায়ক পোটারফিল্ডের ব্যাট থেকে। এছাড়া কেভিন ও’ব্রায়েন ৩২, ডকরেল ১৪ ও উইলসন ১০ রান করেন। বাকি কেউ দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি।

আফগানিস্তানের হয়ে জাদরান ও আফতাব ৩টি করে, রশিদ খান ২টি ও নাইব ১টি উইকেট শিকার করেন।

আফগানিস্তান একাদশঃ মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি, আসগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ নবি, রশিদ খান, দাওলাত জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম।

আয়ারল্যান্ড একাদশঃ পল স্টার্লিং, জেমস ম্যাককলাম, অ্যান্ড্রু বালবির্নি, উইলিয়াম পোটারফিল্ড (অধিনায়ক), কেভিন ও’ব্রায়েন, মার্ক অ্যাডায়ার, গ্যারি উইলসন (উইকেটরক্ষক), জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, টিম মুরতাঘ, বয়েড র‍্যাঙ্কিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে