সোমবার, ২০ মে, ২০১৯, ১১:৪২:০৫

মনে হচ্ছিল শচিন ব্যাট করছে, সে দারুণ ছন্দে আছে : জাস্টিন ল্যাঙ্গার

 মনে হচ্ছিল শচিন ব্যাট করছে, সে দারুণ ছন্দে আছে : জাস্টিন ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক : বল টেম্পারিং কাণ্ডে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে আছেন তারা। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল অস্ট্রেলিয়া।

সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের দুর্দান্ত খেলেছেন স্মিথ। আর তাইতো তাকে প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে তিনটা প্রস্তুতি ম্যাচে ওর ব্যাটিং দেখলাম। সত্যি সে মাস্টার ব্যাটসম্যান। তাকে ফিরে পাওয়া দারুণ কিছু। সে ব্যাটিং করতে ভালোবাসে। এমনকি মনে হয় সারাক্ষণই শ্যাডো করে। ব্রিসবেনে গেল সপ্তাহে অনুশীলনেও দারুণ ব্যাট করেছে। নাথান কাটার নাইলকে অবিশ্বাস্য কিছু শট মেরেছে। মনে হচ্ছিল শচিন ব্যাট করছে। সে দারুণ ছন্দে আছে।’ তিনি আরো বলেন, ‘সাদা বলের খেলায় ব্যাটিং নিয়েই অনেক কথা হচ্ছে কিন্তু আমাদের বোলিংও মারাত্মক।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে