সোমবার, ২০ মে, ২০১৯, ১১:২১:৩১

বাংলাদেশের বিপক্ষে হার চরম হতাশার, অত্যন্ত বেদনাদায়ক : মরগান

বাংলাদেশের বিপক্ষে হার চরম হতাশার, অত্যন্ত বেদনাদায়ক : মরগান

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। এবারের বিশ্বকাপে ইংল্যান্ড সমর্থকদের বিশেষ নজরে রয়েছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি। সেই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।

কেননা ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ দল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। আর সেই ম্যাচটিকে নিজের ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় হিসেবে অভিহিত করেছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিন ম্যাচ পরাজয় নিয়ে হারের দ্বারপ্রান্তে ছিল ইংল্যান্ড। যার ফলে বাংলাদেশের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু ছিলনা তাদের সামনে। কিন্তু সেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের।

সেই ম্যাচ নিয়ে মরগান বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে হেরে আমরা টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিলাম। ফাইনালে যাওয়ার আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল আমাদের। এটি অবশ্যই হতাশার, অত্যন্ত বেদনাদায়ক। এই ম্যাচটি আমার ক্যারিয়ারের সবথেকে নিচের অবস্থানে থাকবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে