সোমবার, ২০ মে, ২০১৯, ১১:৫৬:০২

সে সবাইকে মুগ্ধ করে দিয়েছে অথচ তার খেলারই কথা ছিলোনা: রোডস

সে সবাইকে মুগ্ধ করে দিয়েছে অথচ তার খেলারই কথা ছিলোনা: রোডস

স্পোর্টস ডেস্ক :  সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ দল। এর আগে ছয়বার ফাইনাল হেরে সপ্তমবারের মাথায় শিরোপার দেখা পায় বাংলাদেশ। ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলেন মোসাদ্দেক ও সৌম্য।

সৌম্য ৪১ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে মোসাদ্দেক ২৭ বলে ২ চার ও ৫ ছয়ে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। যার ফলে ম্যাচসেরার পুরস্কার উঠে তার হাতে।

অথচ টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান একাদশে থাকলে জায়গা পেতেন না মোসাদ্দেক। বাংলাদেশ স্কোয়াডের গভীরতা বোঝাতে এটি যথেষ্ট বলেই মনে করছেন টাইগারদের প্রধান কোচ স্টিভ রোডস।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘লক্ষ্যটা বেশ কঠিন ছিল। দুই-তিনজন দারুণ ইনিংস খেলেছে, উদাহরণ হিসাবে মোসাদ্দেকের কথাই বলি। সে সবাইকে মুগ্ধ করে দিয়েছে অথচ তার খেলারই কথা ছিলোনা। এটা আমাদের স্কোয়াডের গভীরতা সম্পর্কে ধারণা দেয়। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়, আমরা কিছু বড় ম্যাচও জিততে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে