মঙ্গলবার, ২১ মে, ২০১৯, ০২:২৫:৪৯

ফর্মে থাকলে সৌম্য ভয়ঙ্কর : স্টিভ রোডস

ফর্মে থাকলে সৌম্য ভয়ঙ্কর : স্টিভ রোডস

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভ রোডস বলছেন, টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার ফর্মে থাকলে যেকোন প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন তিনি।

তবে ফর্মে ফেরার আগে তিনি কঠিন সময় পার করেছেন বলে মনে করেন রোডস। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে সৌম্য সরকারের ফর্ম ভালোভাবেই পরিলক্ষিত হয়েছে। ফাইনাল ম্যাচসহ তিন ম্যাচে ৩টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে সৌম্যর সংগ্রহ ১৯৩ রান। এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যাক্ত না হলে তার রান আরো বেশি হতে পারতো।

টাইগার কোচ বলেন, সৌম্য ইতোমধ্যে বিপ্লব ঘটিয়েছে। ডিপিএলে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির পর সে অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে এর আগে তার কঠিন সময় কেটেছে। ও এমন এক ছেলে যে কিনা ফর্মে থাকলে প্রতিপক্ষের জন্য সত্যিই ভয়ঙ্কর।

সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজের শুরু থেকেই ধারাবাহিক পারফর্ম করে গেছেন সৌম্য সরকার। বাংলাদেশকে প্রথমবারের মত কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে ফাইনালে তার ৬৬ রানের ঝড়ো ইনিংসের গুরুত্ব কোনো অংশে কম নয়। তার সেই ধারাবাহিক ফর্মের প্রশংসা করেছেন স্টিভ রোডস।

তিনি বলেন, সত্যি এটা ভালো লাগছে যে, সৌম্য ফর্ম ধরে রাখছে। আমি আশা করছি, মানুষ এখন তাকে সমর্থন দেবে। কারণ ও অসাধারণ খেলোয়াড়। আমরা তাকে সমর্থন দিচ্ছি এবং আস্থা রাখছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে