মঙ্গলবার, ২১ মে, ২০১৯, ১১:৪৪:১৬

বাংলাদেশ কোথায় ছিল, আর এখন কোথায়: রবি শাস্ত্রী

বাংলাদেশ কোথায় ছিল, আর এখন কোথায়: রবি শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। এদিকে আসন্ন বিশ্বকাপ নিয়ে ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী বলেছেন, দশ দলের ইংল্যান্ড বিশ্বকাপ হবে যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ। বাংলাদেশ, উইন্ডিজ ও আফগানিস্তানের মত দল উন্নতি করায় এবারের বিশ্বকাপ হবে প্রতিটি দলের জন্যই চ্যালেঞ্জিং।

এর আগে গত ২০১৫ সালে বাংলাদেশ দল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। এবারের বিশ্বকাপে গতবারের চেয়ে ভালো পারফর্মেন্সের প্রত্যাশা করছে মাশরাফির দল।

তাছাড়া গত ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মত খেলা আফগানিস্তান এবারের বিশ্বকাপে ধারাবাহিক পারফর্মেন্স দেয়ার ব্যাপারে আশাবাদী। খেই হারানো উইন্ডিজরাও বিশ্বকাপের আগে ঘর গুছিয়ে নিয়েছে। যার কারণে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত ফেভারিট দলগুলোর সাথে বাকি দলগুলোর পার্থক্য সময়ের সাথে সাথে কমে এসেছে।

এদিকে রবি শাস্ত্রীর ভাষায়, ‘বিশ্বকাপ খুবই চ্যালেঞ্জিং হবে। যে কোনো দল নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারে। আপনি যদি ২০১৫ বিশ্বকাপ দেখেন, আর এখন ২০১৯ বিশ্বকাপ দেখেন, দলগুলোর মধ্যে পার্থক্য খুবই কম।’

তিনি আরও বলেন, ‘আপনি দেখেন আফগানিস্তান কোথায় ছিল, আর এখন কোথায় আছে, বাংলাদেশের দিকে তাকান, ওরা কোথায় ছিল আর এখন কোথায় আছে।’ রবি শাস্ত্রী বলেন, ‘এবারের বিশ্বকাপে অনেক শক্ত প্রতিযোগিতা হবে। উইন্ডিজ দলের দিকে তাকান, কাগজে কলমে অন্যদের চেয়ে কম নয় তারা।’

এদিকে ভারতের অধিনায়ক ভিরাট কোহলিও একই সুরে কথা বলেছেন। বিশ্বকাপে যে কোনো দল নিজেদের দিনে জয় ছিনিয়ে নিতে পারেন। প্রতিটি দলের সামর্থ্য আছে কাগজে কালমে বড়গুলোর কাজ কঠিন করে তোলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে