বুধবার, ২২ মে, ২০১৯, ০৯:৫১:১৮

৫৪ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

৫৪ বোতল ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

যশোর : যশোর রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫৪ বোতল ফেনসিডিলসহ মুস্তাকিন নামে রেলওয়ের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে র‌্যাব। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এ ট্রেনটির ইঞ্জিনের এক পাশে মুস্তাকিনের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে এগুলো উদ্ধার করা হয়। পরে ফেনসিডিলসহ ওই পুলিশ কনস্টেবলকে জিআরপির কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ উদ্ধার প্রক্রিয়ায় মধ্যে রেলওয়ে পুলিশ ও র‌্যাব সদস্যদের মধ্যে টানাপোড়েন শুরু হলে প্রায় দুই ঘণ্টা আটকে যায় ট্রেন মহানন্দা। অভিযান নিয়ে স্টেশন এলাকায় সৃষ্টি হয় তুলকালাম।

সূত্র মতে, সোর্সের মাধ্যমে র‌্যাব জানাতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেসে ফেনসিডিলের একটি চালান আসছে। এই খবরের ভিত্তিতে যশোর রেলস্টেশনে ট্রেনটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেনটির ৫৪৮৮ নম্বর ইঞ্জিন বগিতে জিআরপি খুলনা থানার কনস্টেবল মুস্তাকিনের কাছে থাকা ব্যাগের মধ্যে ৫৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

র‌্যাব খুলনার উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, মাদক ব্যবসার মতো ভয়াবহ তৎপরতার সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত হয়ে পড়াটা অত্যন্ত আশঙ্কার। ফেনসিডিলসহ মুস্তাকিনকে আটক করেছি। বিষয়টি যেহেতু জিআরপি পুলিশের, তাই তাদের জিম্মায় দেয়া হয়েছে। এছাড়া বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে আমরা আশা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে