বুধবার, ২২ মে, ২০১৯, ১০:১৫:০৫

বড় কথা বলার পরের দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে দেখালেন শেহজাদ!

বড় কথা বলার পরের দিনেই দুর্দান্ত এক সেঞ্চুরি করে দেখালেন শেহজাদ!

স্পোর্টস ডেস্ক :  আফগানিস্তান দল যে বরাবরেই বড় কথা বলতে পটু। এর একটি উদাহরণও দেখা যায় গতকালকে। গতকালকেই শেহজাদ বলেছিলেন ইন্ডিয়া দল এবং আফগানিস্তান দএল্র মধ্যে তেমন একটা পার্থক্য নেই। এমন কথা বলার পরের দিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে আজ দুর্দান্ত এক সেঞ্চুরি হাকান তিনি। যার জেড় ধরেই আজ জয়ের দেখা পায় তার দল।

মঙ্গলবার আয়ারল্যান্ডের বেলফাস্টে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় আইরিশদের মুখোমুখি হয় আফগানরা।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তোলেন শেহজাদ। দলীয় ২৫ রানে ওপেনার নুর আলী জাদরানের বিদায়ের পর রহতমত শাহের সঙ্গে জুটি বাঁধেন। দ্বিতীয় উইকেটে গড়েন ১৫০ রানের জুটি। আর এই জুটিতেই ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পূর্ণ করেন শেহজদা। ইনিংসের ৩০.২ ওভারে ৮৫ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন শেহজাদ।

ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ষষ্ঠ সেঞ্চুরি করে ক্রিসে গেইলের স্টাইলে ব্যাটের হাতলে হেলমেট তুলে উদযাপন করেন শেহজাদ।
এর আগে জিম্বাবুয়ে (১৩১*), ভারত (১২৪), কানাডা (১১৮, নেদারল্যান্ডস (১১০) ও স্কটল্যান্ডের (১০০*) বিপক্ষে সেঞ্চুরি করেছেন শেহজাদ।

মঙ্গলবার ক্যারিয়ারের ষষ্ট সেঞ্চুরি করার পর ইনিংসটা আর লম্বা করতে পারেননি শেজহাদ। সাজঘরে ফেরার আগে ৮৮ বলে ১৬টি চারের সাহায্যে ১০১ রান করেন। শেজহাদের সেঞ্চুরি এবং রহমত শাহর ৯০ বলে গড়া ৬২ এবং ইনিংসের শেষ দিকে নজিবুল্লাহ জাদরানের ব্যাটিং ঝড়ে ৭ উইকেটে ৩০৫ রান করে আফগানিস্তান।

নজিবুল্লাহ জাদরান মাত্র ৩৩ বল খেলে সাতটি চারও দুটি ছক্কায় অপরাজিত ৬০ রান করেন। এছাড়া ৪৮ বলে ৪৭ রান করেন হাসমতউল্লাহ শাহীদি।টার্গেট তাড়া করতে নেমে গুলবাদিন নায়েবের গতির মুখে পড়ে ১৭৯ রানে অলআউট আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ৫০ রান করেন ওপেনার পল স্টারলিং। ৩৪ রান করেন উইলসন।

আফগানিস্তানের হয়ে ৯.২ ওভারে ৪৩ রানে ৬ উইকেট শিকার করেন অধিনায়ক নায়েব। এটা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। তবে অধিনায়ক হিসেব নাইব এখন পর্যন্ত এতাই তার বেস্ট ফিগার। এখন দেখার বিষয় এই যে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে কেমন ফর্ম করতে পারেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে