বুধবার, ২২ মে, ২০১৯, ১১:১৪:৪২

বাংলাদেশের কাছে হার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন : মরগান

বাংলাদেশের কাছে হার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন : মরগান

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক টুর্নামেন্ট ছিল ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ। বিগত ওই টুর্নামেন্টে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টিম টাইগার। টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে গিয়েছিল শক্তিশালী ইংল্যান্ড। ওই জয়ের নায়ক ছিলেন পেসার রুবেল হোসেন। তবে বাংলাদেশের কাছে হারার দিনকে 'ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন' বলেই মনে করেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

জনপ্রিয় ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে মরগান বলেন, 'ওই ম্যাচটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে দিন। নকআউট পর্বে ওঠার আগে বিদায় নেওয়াটা ছিল বিধ্বস্ত হয়ে যাওয়ার মতো। অনেক সময় লেগেছে ওই ধাক্কা সামলে উঠতে। বাটলার-ওকসরা ম্যাচটা খুব ভালোভাবেই মনে রেখেছে। কারণ ওই হার সব সময় মনে করিয়ে দেয়, সময় সবসময় খুব ভালো যায় না। আপনাকে সব সময় শিখতে হবে। ভীষণ হতাশার সেই বিশ্বকাপের পরই আমরা সবকিছু আকস্মিক পাল্টে ফেলার সিদ্ধান্ত নেই।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে