বুধবার, ২২ মে, ২০১৯, ০২:৫৪:২৮

মূল প্রতিযোগিতা হয় ইমরুল কায়েস ও সৌম্য সরকারের

মূল প্রতিযোগিতা হয়  ইমরুল কায়েস ও সৌম্য সরকারের

স্পোর্টস ডেস্ক :  বাংলাদেশ ক্রিকেট দলে বহু বছর ধরে একটি প্রশ্ন ঘুরপাক খায়- কে হবেন তামিম ইকবালের উদ্বোধনী সঙ্গী। ২০০৭ সাল থেকে বাংলাদেশ দলে তামিম ইকবালের সাথে কমপক্ষে ৬ জন ইনিংস ওপেন করেন, যারা ন্যুনতম ১০ ম্যাচ খেলেছেন।

তারা হলেন – ইমরুল কায়েস, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকি ও লিটন দাস। তাদের মধ্যে এই সময়কালে ৬৪ ম্যাচ খেলা ইমরুল কায়েসের গড় ৩৫.১৫ আর ২৬ ম্যাচ খেলা সৌম্য সরকারের গড় ৩৫.১৩।

গড় এই দুজনের কাছাকাছি হলেও স্ট্রাইক রেটের পার্থক্য এমন, ইমরুল কায়েসের স্ট্রাইক রেট ৭১.৭২, সৌম্য সরকারের স্ট্রাইক রেট ৯৮.২২। বাকিরা বয়স ও পারফরম্যান্স বিবেচনায় পিছিয়ে থাকলেও মূল প্রতিযোগিতা হয় এই দুজনেই – ইমরুল কায়েস ও সৌম্য সরকার।

যেখানে পরিসংখ্যান, অর্থাৎ ক্যারিয়ার গড় ও স্ট্রাইক রেটে সৌম্য সরকার বেশ এগিয়ে। সৌম্য সরকারের ওয়ানডে ক্যারিয়ার গড়: ৩৬.৬৭ আর ইমরুল কায়েসের ৩২.০২।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে