বুধবার, ২২ মে, ২০১৯, ০৩:২৭:০৫

রশিদ খানকে হটিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের মুকুট ফিরে পেলেন সাকিব

রশিদ খানকে হটিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানের মুকুট ফিরে পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক :  আবারো অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থান থেকে সবার উপরে উঠে আসেন সাকিব।

বিগত বেশ কয়েকদিন ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছিলেন আফগানিস্তানের তরুণ লেগ স্পিনার রশিদ খান। সাকিব আল হাসানকে পেছনে ফেলে প্রথমবারের মত অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের সবার উপরে উঠেছিলেন তিনি। তবে আবারো শীর্ষ স্থানের মুকুট ফিরে পেয়েছেন সাকিব। আইসিসির অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে রশিদকে পেছনে ফেলে সবার উপরে এখন সাকিব।

ওয়ানডেতে বর্তমানে সাকিবের রেটিং ৩৫৯। দ্বিতীয় স্থানে রশিদের রেটিং ৩৩৯। ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে রয়েছে আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। ৩১৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন এই আফগান অলরাউন্ডার। সেরা পাঁচে নেই কোন ভারতের ক্রিকেটার। ২৮৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং ২৭৯ রেটিং নিয়ে ৫ম স্থানে মিচেল স্যান্টার।

তবে টেস্টে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টেস্ট ক্রিকেটে তার রেটিং ৪৩৯। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান। টেস্টে তার রেটিং ৩৯৯। ১২ রেটিং কম নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ভারতের জাদেজা। ৩৫৭ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ইংল্যান্ড ক্রিকেটার বেন স্টোকস। ৫ম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফিল্যান্ডার।

টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। টি-টোয়েন্টিতে সাকিবের রেটিং ৩৩৮ এবং শীর্ষে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ৩৯০। সেরা পাঁচে সাকিবের পাশাপাশি রয়েছেন মাহমুদউল্লাহও। ২৪০ রেটিং নিয়ে চতুর্থ স্থানে তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে