বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ১২:৫০:৩৫

একটি কারণেই যেকোন মূল্যে সেমি ফাইনাল খেলতে চান মাশরাফি!

একটি কারণেই যেকোন মূল্যে সেমি ফাইনাল খেলতে চান মাশরাফি!

স্পোর্টস ডেস্ক : আগামী ৩০শে মে থেকেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। মাশরাফি নিজেও দেশে চলে এসেছেন কিছুদিন আগেই। তবে আজ মাশরাফিও চলে গেলেন ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে।

তবে দেশ ছাড়ার আগে মাশরাফি নিজেও জানিয়ে গেলেন তার প্রত্যাশার কথা। জানিয়ে গেলেন যে তার দল যেকোন মূল্যেই সেমি ফাইনাল খেলতে চায়।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ ‘আমি এই ব্যাপারে আত্মবিশ্বাসী যে আমাদের সেমিফাইনালে খেলা উচিত। যেকোনো দিনে যে কাউকে ভালো খেলতে হবে। আমরা এমনভাবে চিন্তা করছি যে আমরা যেন ৩০০-৩৫০ রান অতিক্রম করতে পারি, ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি।

মাশরাফি আরো বলেন ,’ ‘এই মুহূর্তে অবশ্যই তিনশ রান করার বা তা অতিক্রম করার জন্য মানসিকভাবে আমরা প্রস্তুত। ইংল্যান্ডের ম্যাচগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন প্রচুর রান হচ্ছে।’

প্রায় দেড় মাসের লম্বা বিশ্বকাপে সমর্থকদের ভালোবাসার কোনও কমতি হবে না দলের, মনে করছেন মাশরাফি। বাংলাদেশ জিতুক, এমন প্রত্যাশা নিয়েই খেলা দেখবে সমর্থকরা। মাশরাফির ভাষায়, সমর্থকরা কি আশা করছে সেটা নিয়ে ভাবি না। আমি জানি, আমরা যদি বাজেভাবে হারতে থাকি তাহলেও মানুষ আশা নিয়েই আমাদের খেলা দেখবে। ১৮-২০ বছর ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকেই বলছি।

মাশরাফি বলেন ,’ ‘এক সময় মানুষ খেলা দেখত আমরা খেলতে পারছি কিনা বা মিডল অর্ডারে নির্দিষ্ট কারো খেলা দেখতে। কিন্তু বিষয়টা এখন আর এমন নয়। শেষ ৫-৭ বছরে মানুষ আমাদের জয়ের প্রত্যাশা নিয়েই খেলা দেখে। তাই এখনো তাঁরা তাঁদের প্রত্যাশার পরিবর্তন করবে না। সবাই বড় আশা নিয়েই খেলা দেখবে।’

ইংল্যান্ডে পৌঁছে বৃহস্পতিবার বিশ্বকাপে অংশ নেয়া সকল দলের অধিনায়ককে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারপর কার্ডিফে যাত্রা করবেন তিনি। উল্লেখ্য যে বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এর মাঝে একটি ম্যাচ তারা খেলবে পাকিস্তানের বিপক্ষে ২৬ তারিখ। আরেকটি ম্যাচে তারা মুখোমুখি হবে ভারতের বিপক্ষে ২৮ তারিখেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে