বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ১১:০০:২৮

বাংলাদেশের সমর্থকদের যে একটি বিষয়ে বারণ করলেন মাশরাফি

বাংলাদেশের সমর্থকদের যে একটি বিষয়ে বারণ করলেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বেশ সাজানো গুছানো আর পরিণত একটি দল নিয়েই এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে টাইগাররা। এ যাবতকালের সেরা স্কোয়াডকে নিয়ে তাই সমর্থকদের আশা-ভরসারও কমতি নেই। অনেকেই মাশরাফিবাহিনীকে ‘৯৬ বিশ্বকাপের শ্রীলঙ্কার সাথে তুলনাও করছেন। অনেক দেশি-বিদেশি তারকাই বাংলাদেশকে আগেভাগেই সেমিফাইনালে তুলে রেখেছেন। অনেকে তো আবার টাইগারদের হাতেই শিরোপা দেখছেন।

তবে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি প্রত্যাশার পারদকে নিচে রাখার কথাই বললেন। কারণ, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম তিন প্রতিপক্ষই বেশ শক্তিশালী। মাশরাফি বলেন, ‘আমাদের জন্য অনেক কঠিন হবে। কারণ প্রথম তিন ম্যাচে প্রতিপক্ষ খুবই শক্তিশালী। তাদের বিপক্ষে ইতিবাচক (জয়) ফল তুলে নেওয়া মোটেই সহজ হবে না।’

আগামী ২ রা জুন থেকে দুইদিন বিরতির পরপর বাংলাদেশ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের। সবশেষ মুখোমুখিতে এই তিন দলের কোনোটির বিপক্ষেই জয় পায়নি বাংলাদেশ। বাংলাদেশের সমর্থকদের একটি বিষয়ে বারণ করলেন মাশরাফি। সমর্থকদের একটু কমই আশা রাখতে বললেন মাশরাফি, ‘গত পাঁচ-সাত বছরে লোকে আমাদের খেলা দেখতে আসে জয়ের প্রত্যাশা নিয়ে। আমি যেটুকু বলতে পারি, বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা একটা টুর্নামেন্ট। ইংল্যান্ডে খেলা দেখে থাকলে দেখবেন, অনেক রান হয়। তাই আলাদা কৌশল লাগবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে