বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ১১:২৪:০৩

রাহীকে সাহস দিতে এবার বড় একটি কাজ করলো তার ভার্সিটি!

রাহীকে সাহস দিতে এবার বড় একটি কাজ করলো তার ভার্সিটি!

স্পোর্টস ডেস্ক : সিলেটের ছেলেই আবু জায়েদ রাহী। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার আগে তার যে ওয়ানডে অভিষেকেই হয়নি। অনেকটা হুট করেই দলে নেওয়া হয় তাকে। কিন্তু এর মাঝেও চলে আসে বিতর্ক।

সেই বিতর্কের জেড়ে ধরেই শোনা যায় রাহীকে বাদ দিয়ে নেওয়া হবে তাসকিনকে। তবে বোর্ড সভাপতি সরাসরিই বলে দেন কোচ এবং অধিনায়ক তাসকিনের ব্যাপারে সুপারিশ করলেও কাউকে ওয়ানডে ম্যাচ না খেলিয়ে বাদ দেওয়ার পক্ষে আমি না। এরপরেই কপাল খুলে যায় রাহীর।

আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে দেওয়া হয় একটি সুযোগ। আর সেটিকেদ আরুণভাবেই কাজে লাগান তিনি। সেই ম্যাচে তিনি তুলে নেন ৫ উইকেট।রাহীকে সাহস দিতে এবার বড় একটি কাজ করলো তার ভার্সিটি! রাহীর বিশ্বকাপে যাওয়া নিশ্চিত হওয়ার পরে সিলেট শহরে রাহীকে নিয়ে বিলবোর্ড ড়ানায় রাহীর ভার্সিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সেইখানেই রাহীকে উল্লেখ করে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে