বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ০৯:৪৮:২৭

বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান বিরাট কোহলি: মাশরাফি

বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান বিরাট কোহলি: মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বিশ্বের ভয়ংকরতম ব্যাটসম্যান তিনি। বিশ্বের যেকোনো দল সুযোগ পেলে তাকে লুফে নিতে চাইবে। সেই বিরাট কোহলির ওপর নির্ভর করেই এবার ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ের আশা দেখছে ভারত। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে অভিজ্ঞতা-তারুণ্যের মিশেল আর মাশরাফি বিন মুর্তজার অসাধারণ নেতৃত্ব। আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের অধিনায়কদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল আইসিসি। সেই অনুষ্ঠানেই ভারত অধিনায়কের প্রতি মাশরাফির ভালো লাগার কথা জানা গেল। 

অনুষ্ঠানে সোফায় পাশাপাশি বসেছিলেন ১০ অধিনায়ক। অনেক আলোচনার মাঝেই সব দলের অধিনায়কের উদ্দেশে একটি মজার প্রশ্ন ছিল। যদি যে কোনো দেশের একজন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ থাকত, তাহলে কাকে নিতেন। উইন্ডিজের জেসন হোল্ডার ও আফগানিস্তানের গুলবাদিন নাইব প্রশ্নটার উত্তর এড়িয়ে গেছেন। তবে মাশরাফি কোহলির দিকে আঙুল দিয়ে বলেছেন, তিনি সময়ের ভয়ংকরতম এই ব্যাটসম্যানকেই সুযোগ পেলে নিজের দলে নিতেন। 

তবে নিজের বিশ্বকাপ দল নিয়েই যে মাশরাফি খুশি সেটা জানিয়ে তিনি বলেন, 'আমাদের দলে দারুণ সব ক্রিকেটার আছে। বেশ কজন সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি তরুণেরাও উঠে আসছে। যারা দারুণ ক্রিকেট খেলছে। অভিজ্ঞতা আর তারুণ্য মিলিয়ে দারুণ মিশেল আছে আমাদের দলে। আয়ারল্যান্ডে হয়ে যাওয়া গত সিরিজেও সবাই ভালো খেলেছে। আশা করছি বিশ্বকাপটাও ভালোভাবে শুরু করতে পারব। ২ জুন ফাফের (ডুপ্লেসিস) দলের বিপক্ষেই তো আমাদের শুরু। আশা করছি ভালো শুরুই হবে।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে