বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯, ১১:১২:৩৬

আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি : সাইফউদ্দিন

আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি : সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের ৩০ তারিখ স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তরুণ পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রেখে তাকে দলে নিয়েছে। বিশ্বকাপে সেই আস্থার প্রতিদান দিতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না, সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার উপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করবো ভালো কিছু করার। আস্থার প্রতিদান দেয়ার।’

তিনি আরো বলেন, ‘প্রতিনিয়ত নিজের উন্নতি করতে হবে। এর কোনো বিকল্প নেই। চেষ্টা করছি নিজের জায়গা থেকে যতটা পারি। নিজের স্কিল আরও ধারালো করার জন্য সবসময়ই চেষ্টা করি। সিনিয়রদের সঙ্গে পরিকল্পনা শেয়ার করি। আলহামদুলিল্লাহ, যেহেতু ডিপিএলটা (ঢাকা প্রিমিয়ার লিগ) ভালো গেছে, যদি সুযোগ পাই বিশ্বকাপে এই অভিজ্ঞতা কাজে লাগাব। এটাই আসল লক্ষ্য থাকবে।’

সেই সঙ্গে বাংলাদেশ বিশ্বকাপে যেকোনো দলকেই হারাতে পারে বলেই জানিয়েছেন সাইফউদ্দিন। তিনি বলেন, ‘যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয়। তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আমাদের পাঁচজন খেলোয়াড়ের প্রায় ২০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এদিক থেকে আমি মনে করি, আমাদের দল অন্যদের থেকে অনেক এগিয়ে। পাশাপাশি আমরা যারা তরুণ আছি, সৌম্য ভাই গত বিশ্বকাপে খেলেছে। সবমিলিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। যদি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে পারে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে