রবিবার, ২৬ মে, ২০১৯, ১০:৪৪:৫৫

আমাদের সম্পদের ওপর গরিবের হক রয়েছে : অর্থমন্ত্রী

আমাদের সম্পদের ওপর গরিবের হক রয়েছে : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের দেশের মানুষ ইনকাম টেক্স যেমন কম দেয়, তেমনিভাবে অনেক সক্ষম ব্যক্তি জাকাতটাও আদায় করে না। আমাদের ওপর হজ যেমন ফরজ তেমনি জাকাতও যাদের সম্পদ আছে তাদের জন্য বাধ্যতামূলক।

তিনি বলেন, হজ এজেন্সির যারা আছেন আপনারা তো হজের কাজ করবেনই, সেইসঙ্গে জাকাত দেয়ার পদ্ধতিও শিখিয়ে দেবেন। জাকাত দিলে সম্পদ সঠিক হয়। আল্লাহ সম্পদে বরকত দেন। আমাদের সম্পদের ওপর আত্বীয়-স্বজনসহ প্রতিবেশী ও গরিবদের হক রয়েছে। এই হক যেন পূরণ করতে পারি।

শনিবার রাজধানীর ইস্কাটনে পুলিশ কনভেনশন সেন্টারে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে ও মহাসচিব ফারুক আহমদ সরদার ও যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রমানের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন ধর্ম সচিব মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে আরও ছিলেন, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব জহির আহমেদ, আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম,হাবের সাবেক সভাপতি মো. ফারুক, আব্দুশ শাকুর, মো. ইব্রাহীম বাহার, সহসভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মো. ইব্রাহীম, সাবেক সহসভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে