রবিবার, ২৬ মে, ২০১৯, ০৪:২৬:০৬

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ২০ ওভারের!

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ২০ ওভারের!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রচতুতি ম্যাচ খেলতে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বৃষ্টির কারনে এখন পর্যন্ত টস করা যায়নি।

এদিকে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না থামলে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ওয়ার্মআপ ম্যাচ বাংলাদেশ সময় ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি। সেক্ষেত্রে ম্যাচের নির্ধারিত ওভার কমে দাঁড়াবে ২০ ওভারে।

এদিকে আজ বিকেল ৩টা ৩০মিনিটে খেলাটি মাঠে গড়ানোর কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

এদিকে ভেন্যু কার্ডিফ বলেই আলাদা রোমাঞ্চ কাজ করছে টাইগারদের মাঝে। পয়া ভেন্যুতে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চায় বাংলাদেশ দল।

বাংলাদেশের জন্য স্বপ্নের মাঠ কার্ডিফ। তাছাড়া স্বপ্ন পূরণের মাঠ। কার্ডিফ বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ক্রিকেট ক্যানভাস। বিশ্ব মানচিত্রে ক্রিকেটের পরাশক্তি হয়ে উঠার গল্প কার্ডিফ থেকেই রচনা করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। হাবিবুল বাশার থেকে শুরু করে মাশরাফিকে কার্ডিফ দিয়েছে দু’হাত ভরে।

একটা জয় পাল্টে দেয় সবকিছু। দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দল মোমেন্টাম হাতছাড়া করতে চায় না বিন্দুমাত্র। অন্যদিকে ব্রেক ছাড়া গাড়ির মতো ছন্নছাড়া পাকিস্তান ক্রিকেট দল। জিততেই যেনো ভুলে গেছে সরফরাজের দল। তবে পাকিস্তান আনপ্রেডিকটেবল বলেই সতর্ক থাকতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, মোসাদ্দেক হোসেন।

পাকিস্তান স্কোয়াড: ইমাম-উল হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, হাসান আলী, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, শাহীন আফ্রিদী, আসিফ আলী, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ আমীর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে