সোমবার, ১০ জুন, ২০১৯, ০২:২০:৪০

মাশরাফি ‘জাতীয় বীর’: আইসিসি

মাশরাফি ‘জাতীয় বীর’: আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে ক্রিকেটারদের নিয়ে আইসিসির ভিডিও চিত্র। এবার আইসিসির ভিডিও চিত্রে উঠে এসেছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার গল্প। যেখানে তাকে একজন জাতীয় বীর ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভিডিও চিত্রটির শুরুতেই মাশরাফিকে এভাবে পরিচয় করিয়ে দেয়া হয়, ‘সে একজন ক্রিকেটার, একজন নেতা, একজন সম্মানিত সংসদ সদস্য, ক্রিকেটার হিসেবে একজন অধিনায়ক, একজন জাতীয় বীর, একজন যোদ্ধা। সে একজন বাংলাদেশি কিংবদন্তি।’

এখনো ক্রিকেট মাঠে মাশরাফির দাপটকে কিছুটা অলৌকিক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। কারণ তার হাঁটুতে যে ৭বার অস্ত্রোপচার করা হয়েছে। এতবার শল্যবিদের ছুরিকাঁচির নিয়ে যেয়ে আর মাঠে ফিরতে পারেননি কোনো পেসার। কিন্তু তিনি মাশরাফি বলেই হয়তো পেরেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে