সোমবার, ১০ জুন, ২০১৯, ০৫:৫৭:৫৯

অনেক সময় প্রতিপক্ষ থেকেও শেখার আছে

অনেক সময় প্রতিপক্ষ থেকেও শেখার আছে

মোহাম্মদ জয়নাল আবেদীন: একবার ঠিক করলাম আকজের মতো আর লিখবো না। কিন্তু একটা বিষয় খেয়াল করলাম যেটা সবার সাথে শেয়ার করতে চাই। যারা ৩৮৬ রান করেও বোলিং-এ এসে এমন attitude দেখাল যেন তারা ২৫০ রানের টার্গেট দিয়েছে। তাঁদের বোলিং আর ফিল্ডিং পারফরম্যান্সের পাশাপাশি তাঁদের body language, team-spirit, coordination সব এক্সট্রা-অর্ডিনারী ছিল। তাঁদের হাবভাব দেখে মনে হচ্ছিল তাঁরা ৩৮৭ নয় ২৮৭ রানের টার্গেট দিয়েছে। ১০০ রান হাতে রেখে পারফরম্যান্স।

অনেক সময় প্রতিপক্ষ থেকেও শেখার আছে। শেখায় কোনো শরম নাই; শেখার কোনো শেষ নাই।
ধন্যবাদ সবাইকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে