সোমবার, ১০ জুন, ২০১৯, ০৬:২৪:৪৫

ইতিহাস তৈরি করলেন গেইল

ইতিহাস তৈরি করলেন গেইল

স্পোর্টস ডেস্ক: ইতিহাস তৈরি করলেন গেইল। ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। কিন্তু এবার ফিল্ডিং দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন গেইল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে টসে জিতে ফিল্ডিং নেয় ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে ম্যাচের তৃতীয় ওভারে হাশিম আমলাকে সাঝঘরে পাঠান উইন্ডিজ পেসার শেলডন কোটরেল। কোটরেলের বলে আমলার ক্যাচ ধরে তাকে সাঝঘরে পাঠান ক্রিস গেইল। এরই ফলে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি ক্যাচ নেয়ার রেকর্ড গড়েছেন গেইল।

২৮৯তম ম্যাচের ২৮৩তম ইনিংসে ১২১টি ক্যাচ ধরে গেইল ছাড়িয়ে গেছেন কার্ল হুপারকে। তিনি ২২৭ ম্যাচের ২২৫ ইনিংসেই ১২০টি ক্যাচ ধরেছিলেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ
১. ক্রিস গেইল – ২৮৯ ম্যাচে ১২১টি
২. কার্ল হুপার – ২২৭ ম্যাচে ১২০টি
৩. ব্রায়ান লারা – ২৯৫ ম্যাচে ১১৭টি
৪. স্যার ভিভ রিচার্ডস – ১৮৭ ম্যাচে ১০০টি
৫. রিচি রিচার্ডসন – ২২৪ ম্যাচে ৭৫টি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে