মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১২:১৩:৩৮

শাহজাদের সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছে আফগান ক্রিকেট বোর্ড

শাহজাদের সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছে আফগান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে প্রথম দুই ম্যাচ খেলার পর হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ।

কিন্তু তিনি ফিট আছেন এবং তাকে জোর করেই দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি জানান তিনি। তিনি বলেছিলেন, ‘ইনজুরি নিয়ে আমার কোন সমস্যা নেই। আমি সম্পূর্ণ ফিটই আছি। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার সঙ্গে কোন পরামর্শ না করেই আমাকে জোর করে দল থেকে বাদ দিয়ে দেয়।’

শাহজাদের সেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চিফ এক্সিকিউটিভ আসাদুল্লাহ খান। তিনি শাহজাদের অভিযোগকে ভিত্তিহীন বলেন। তিনি বলেন, ‘শাহজাদের এই বক্তব্য ভিত্তিহীন। সে ফিট নয়, আমরা আইসিসিকে তার মেডিক্যাল রিপোর্ট দিয়েছি। সেখানেই বলা আছে সে ফিট না। এরপর আইসিসি আমাদের খেলোয়াড় পরিবর্তনের অনুমতি দেয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে