মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ১২:৩২:০৪

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশের বাইরে সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে একাদশের বাইরে সাকিব!

স্পোর্টস ডেস্ক: আজ সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি পরিষ্কার করে কিছু না বললেও ভিতরের খবর ভিন্ন। দলে পরিবর্তনের আভাস মিলেছে। তবে সেটা টপ অর্ডারে নয়। মিডল অর্ডারে। মোহাম্মদ মিঠুনকে সম্ভবত একাদশের বাইরে যেতে হচ্ছে। প্রথম দুই ম্যাচে সেট হয়েও বিশের ঘরে আউট হওয়া আর ইংল্যান্ডের বিপক্ষে উইকেটে গিয়ে লেগ-স্পিনার আদিল রশিদের বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলে শূন্য রানে ফেরা মিঠুনের ভাগ্য বিপর্যয় ঘটার সম্ভাবনা খুব বেশি।

তাকে বাদ দিয়ে লিটন দাসকে খেলানোর চিন্তা ভাবনা চলছে এবং সম্ভবত লিটনই মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবেন। মিঠুনকে বসে থাকতে হবে সাইড বেঞ্চেই।

এদিকে শুধু একটি রদবদলই নয়। দলে আরও ছোট-খাট ইনজুরি আছে। পায়ের ব্যাথায় ভুগছেন সাকিব আল হাসান। অধিনায়ক মাশরাফিরও হ্যামস্ট্রিংয়ে সমস্যা। তবে এর কোনোটাই তেমন গুরুতর নয় বলে জানা গেছে।

ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘মাশরাফির খেলা নিয়ে সংশয় নেই। একটু সমস্যা থাকলেও মাশরাফি খেলবে। তবে সাকিবের পায়ে ব্যাথা আছে। সাকিব খেলবেই এমন নিশ্চয়তা দিতে পারছি না। তবে সাকিবের খেলা অনিশ্চিত, তাও বলবো না। দেখা যাক কি হয়!’

এর বাইরে খালেদ মাহমুদ আর কিছু না বললেও হাব-ভাবে বুঝিয়ে দিয়েছেন ব্যাথা থাকলে সাকিবের খেলার সম্ভাবনাও কম। সাকিব আজ প্র্যাকটিস করেননি এবং সেটা যে বিশ্রামে থাকার জন্য নয়, পায়ের ব্যাথায়- তা ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কথায় হলো পরিষ্কার। এখন আজ রাতের মধ্যে ব্যাথা না কমলে মুশকিল।জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে