মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ০৮:৫৩:৫০

আজ বিকাল সাড়ে তিনটায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

 আজ বিকাল সাড়ে তিনটায় শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আজ মঙ্গলবার দুই প্রতিবেশীর লড়াই। ইংল্যান্ডের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে বিকেলে মুখোমুখি হচ্ছে ১৯৯৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলংকা ও ২০১৮ এশিয়া কাপের রানার্স আপ বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। চলতি টুর্নামেন্টে দুই দলেরই আজ চতুর্থ খেলা। এদিকে বিশ্বকাপে শুধু বাংলাদেশের নয়, এখন পর্যন্ত সব দল মিলিয়ে সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান। সেই সাকিবের আজকে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সোমবার দলের সঙ্গে ব্রিস্টলে অনুশীলনে এলেও নেটে ব্যাটিং বা বোলিং করেননি সাকিব। শুরুতে মনে হয়েছিল তিনি বিশ্রামে আছেন। কিন্তু পরে জানা গেছে, তাঁর ঊরুতে চোট আছে। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন সাকিব। সেই সেঞ্চুরির পথেই ঊরুতে চোট পান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২১ রানের জয় পেলেও পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে খানিকটা পিছিয়ে পড়েছে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে ১০ উইকেটের বড় হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ডিএলএস পদ্ধতিতে জয় তারপর পাকিস্তানের সঙ্গে তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হওয়ায় পয়েন্ট তালিকায় অন্তত বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে হাতুরুসিংহের দল। তাই ব্রিস্টলের লড়াই ফেরার সুযোগ হিসেবেই দেখছে বাংলাদেশ। 

এবারের বিশ্বকাপে বারবার হানা দিচ্ছে বৃষ্টি। বৃষ্টির জন্য নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ম্যাচের আগে খোলা মাঠে অনুশীলন করতে পারেনি মাশরাফিরা। সোমবার বৃষ্টি না হওয়ায় খোলা মাঠে অনুশীলনের কাজটা সারতে পেরেছে টাইগাররা। তবে আজ মঙ্গলবার ব্রিস্টলে মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ। বৃষ্টির কারণে ম্যাচের পরিণতি বাংলাদেশের বিপক্ষে গেলে বাকি টুর্নামেন্টে টাইগারদের কাজটা আরো কঠিন হয়ে যাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে