মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ০৪:২৬:৫৭

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে 'ভালো' ও 'খারাপ' খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে 'ভালো' ও 'খারাপ' খবর

স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটির টস এখনও হয়নি। ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। ইতোমধ্যে সেই সময় পেরিয়ে গেছে। এটাই এই ম্যাচ নিয়ে খারাপ খবর। 

তবে, ম্যাচটি ভালো খবরও আছে। এখনও সেখানে বৃষ্টি নেই। শুধু তাই নয়, বিকাল ৩টার দিকে পিচের ওপর থেকে কাভারও সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি উপভোগ করার জন্য যারা অধীর অপেক্ষায় বসে আছেন তাদের জন্য এটাই এখন পর্যন্ত এই ম্যাচটি হওয়া নিয়ে ভালো খবর। আর দুটি খবরই দিয়েছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ। ভালো ও খরব নামের একটি টুইটে এমনই কথা জানানো হয়।

যদিও, বিকাল সাড়ে ৩টার দিকে আরেকটি টুইট করে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কর্তৃপক্ষ জানিয়েছে, খেলা শুরু করার কার্যক্রম স্থগিত করা হয়েছে। কারণ, দুর্ভাগ্যবশত বেরসিক বৃষ্টি আবার শুরু হয়েছে। বিডি-প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে