বুধবার, ১২ জুন, ২০১৯, ১২:২০:০৬

এবারের বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও

এবারের বিপিএলে আসছে বরিশাল, আসতে চায় নোয়াখালীও

স্পোর্টস ডেস্ক : বিপিএল ষষ্ঠ আসর শেষ হতে না হতেই এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে সপ্তম আসরকে নিয়ে। জানা গেছে, বিপিলের সপ্তম আসরে বরিশাল থেকে পুনরায় দল ফিরবে। এবং নোয়াখালীর প্রতিনিধিত্ব করেও একটি দল দেখা যেতে পারে সপ্তম আসরে।

এর আগে বরিশাল বুলস বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছিল বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দল হিসেবে। এমনটাই উল্লেখ করা হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে। সপ্তম বিপিএলে তাই দল সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৯টিতে।

এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, ‘বরিশাল তো অনেক আগে থেকেই চেষ্টা করছে আরেকটি দল নিয়ে বিপিএলে ফেরার জন্য। নোয়াখালী জেলা থেকেও যারা সাপোর্ট করেন তাদের মধ্য থেকেও চাচ্ছেন তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হোক। সবকিছু নির্ভর করছে তাদের আন্তরিকতার ওপর।’ বিপিএলের ষষ্ঠ আসর শেষ হওয়ার পর সবচেয়ে বড় প্রশ্ন- কবে মাঠে গড়াবে সপ্তম আসরের বিপিএল?

কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল এই বছরেই আরও একটি আসর মাঠে গড়াতে চাইলেও ফ্র্যাঞ্চাইজিরা একই বছরে দুটি আসরে অংশ নিতে নারাজ- এমনটিই শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ২০২০ সালের জানুয়ারিই হতে পারে বিপিএলের আগামী মৌসুম শুরুর সময়। জালাল ইউনুসের এ ব্যাপারে বলেন, ‘ডিসেম্বর হচ্ছে সঠিক সময়। আপনারা জানেন জুলাই থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়ে যাবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে