বুধবার, ১২ জুন, ২০১৯, ০২:৪২:৫৩

বৃষ্টিতে ভেসে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিশ্ব রেকর্ড

বৃষ্টিতে ভেসে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড বিশ্বকাপ শুরু আগেই জানা ছিল বৃষ্টি ঝামেলা করবে এবারের আসরটিতে। আর শুরুর বারো দিনের মধ্যেই তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। আর এতেই নতুন রেকর্ড করলো এবারের ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে শেষ হতে এখনো অনেক বাকি। এরই মধ্যে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। আগের কোন আসরে এতগুলো ম্যাচ বৃষ্টিতে পন্ড হয়নি।

সর্বপ্রথম এবারের বিশ্বকাপের পন্ড হয়েছিল পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ। এরপর গত দুদিনে টানা দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টির বাঁধায়। দক্ষিণ আফ্রিকা ও ম্যাচটির পর ভেসে গেছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটিও। এতে দারুন আফসোস ক্রিকেটার সমর্থকদের মাঝে। আবহাওয়ার পূর্বাভাস দেখে মনে হচ্ছে, সামনে যে আরো বেশ কিছু ম্যাচ বৃষ্টিতে ভেসে যেতে পারে।

বিশ্বকাপ ইতিহাসের প্রথম বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ ছিল ১৯৭৯ সালে উইন্ডিজ-শ্রীলঙ্কার ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এরপর বৃষ্টির কারণে ১৯৯২ ও ২০০৩ আসরে দুটি করে ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ১৯৯২ বিশ্বকাপে প্রথমে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ, এরপর ইংল্যান্ড-পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। আর সেবারের মত এবারও রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ।

২০০৩ বিশ্বকাপে বাংলাদেশের একটি ম্যাচ পরিত্যক্ত হয়, প্রতিপক্ষ ছিল উইন্ডিজ। এরপর জিম্বাবুয়ে-পাকিস্তান ম্যাচও ভেসে যায় সেবার বৃষ্টিতে। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভেসে যাওয়াটা অবশ্য খুশির কারনই ছিল টাইগার সমর্থকদের জন্য। সেই ম্যাচ পয়েন্ট ভাগ করেই কোয়ার্টার ফাইনালের দুয়ার খুলে যায় টাইগারদের, পরের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে তারা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। বৃষ্টিতে ভেসে যাওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বিশ্ব রেকর্ড।

বিশ্বকাপ আসরে বৃষ্টি বাঁধায় ভেসে যাওয়া ম্যাচগুলো: ১৯৭৯ : উইন্ডিজ-শ্রীলঙ্কা, ১৯৯২ : ভারত-শ্রীলঙ্কা , ইংল্যান্ড-পাকিস্তান, ১৯৯৬ : কেনিয়া-জিম্বাবুয়ে, ২০০৩ : বাংলাদেশ-উইন্ডিজ , জিম্বাবুয়ে-পাকিস্তান, ১৯৯৯ : নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে, ২০১১ : অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা, ২০১৫ : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ২০১৭ (এখন পর্যন্ত) : পাকিস্তান-শ্রীলঙ্কা , উইন্ডিজ-দক্ষিন আফ্রিকা, বাংলাদেশ-শ্রীলঙ্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে