বুধবার, ১২ জুন, ২০১৯, ০৫:১০:৩৫

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন মাশরাফি

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: গতকাল ব্রিস্টলে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচটি। পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দু’দলকে। এতে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের।
এদিকে টাইগাররা বিশ্বকাপে পরের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ম্যাচটি হবে ১৭ জুন সোমবার, টনটন কাউন্টি গ্রাউন্ডে।

এদিকে ক্যারিবীয়দের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে বলে মনে করছেন টাইগার অধিনায়ক মাশরাফি। তাছাড়া মাশরাফির চিন্তার কারণ ভেন্যু নিয়ে। খেলার ভেন্যুটা টনটন কাউন্টি গ্রাউন্ড বলে বাড়তি এই দুঃশ্চিন্তা।

তাছাড়া মাঠটা খুবই ছোট। তার মধ্যে ক্যারীবিয়ানদের সবাই বড় শট খেলতে পছন্দ করে। হার্ডহিটার ব্যাটসম্যানে পূর্ণ উইন্ডিজ দলটিকে সমীহ করছেন না মাশরাফি। তবে তাদের বিপক্ষে জয় পাওয়াটা একটু কঠিন হবে বলে মনে করেন তিনি।

গতকাল মঙ্গলবারের সংবাদ সম্মেলনে মাশরাফি যোগ করেন, ‘টনটন খুব ছোট মাঠ। আর সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সহজ হবে না। কিন্তু কঠিন লড়াই করার বিকল্প নেই আমাদের হাতে।’

চলতি বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করা সাকিব ভুগছেন ঊরুর ইনজুরিতে। উইন্ডিজ ম্যাচের আগে সাকিবের খেলা নিয়ে শঙ্কা দূর হয়ে যাবে বলে আশা করছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি মনে করি এর মধ্যেই সাকিব সুস্থ হয়ে উঠবে। সেরে উঠতে এখনও হাতে চার থেকে পাঁচ দিন আছে।’

তাছাড়া বৃষ্টির কারণে পয়েন্ট হারানোতে খুব একটা স্বস্তিতে নেই বাংলাদেশ। আর সেমিফাইনালে যেতে হলে পরবর্তী ম্যাচগুলোতে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে