বুধবার, ১২ জুন, ২০১৯, ০৫:২৯:৩৬

বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোরগোড়ায় বাংলাদেশ : নাসের হুসেইন

বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোরগোড়ায় বাংলাদেশ : নাসের হুসেইন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার দোরগোড়ায় বলে মনে করেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেইন। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে লেখা এক কলামে তিনি এ রকম আশঙ্কার কথা প্রকাশ করেছেন।

তার দাবি, ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-এই চার দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা বেশি। তবে এদের বাইরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজও শেষ চারে উঠতে পারে। ১০ জাতির এই বৈশ্বিক টুর্নামেন্ট থেকে বাকি চার দল গ্রুপ পর্ব পেরোতে পারবে না। এই তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য তিনটি দল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

শুধু তালিকা করেই ক্ষ্যান্ত হননি নাসের হুসেইন। প্রত্যেকটি দলকে আলদাভাবে বিশেষণও করেছেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার। বাংলাদেশকে বাতিলের খাতার রাখার কারণ হিসেবে তার বিশ্লেষণ, ওভালে ভালো খেলেছে বাংলাদেশ। কিন্তু কার্ডিফে ইংল্যান্ডকে বিন্দুমাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। এ উইকেট সবুজ ছিল, ফলে পেসাররা লেন্থ ঠিক রেখে ভালো বল করতে পারতো। কিন্তু তা পারেনি। এমনকি তাদের ব্যাটিংটাও ছিল দৃষ্টিকটু। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে