বুধবার, ১২ জুন, ২০১৯, ০৮:১৬:২৪

৫ উইকেট নিয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার আমির

৫ উইকেট নিয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার আমির

স্পোর্টস ডেস্ক: ৫ উইকেট নিয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার আমির।দীর্ঘদিন অফফর্মে থাকলেও বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন মোহাম্মদ আমির। টনটনের ব্যাটিং স্বর্গে স্বরূপে দেখা গেছে তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট তুলে নিয়ে নিজের পুনার্বিভাবের জানান দিয়েছেন তিনি।

স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আগের মতো তার বোলিংয়ে ধার ছিল না। তবে, একেবারে খারাপও করছিলেন না। কিন্তু ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারাতে বড় ভূমিকা রাখার পর যেন আর সেই আমিরকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রথম স্কোয়াডেও তার নাম ছিল না। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জুনায়েদ খান ব্যর্থ হওয়ার পর ডাক পড়ে আমিরের। এরপর তো বিশ্বকাপে পাকিস্তান দলের এখন পর্যন্ত সেরা পেসার তিনিই।

এ নিয়ে বিশ্বকাপের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেটশিকারী বনে গেছেন আমির। ৮টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনের সঙ্গে যৌথভাবে সবার ওপর আছেন তিনি। ৬ উইকেট নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

শুরুটা দুর্দান্ত করে অস্ট্রেলিয়া। মাঝপথেও ছড়ি ঘোরান অজি ব্যাটসম্যানরা। রীতিমতো রানের ফোয়ারা ছোটান তারা। তবে শেষদিকে সেটা অব্যাহত রাখতে পারেননি। ফলে দলীয় স্কোর বোর্ডে যতটা রান ওঠার কথা, ততটা ওঠেনি। আমির, হাসান, রিয়াজ, আফ্রিদিদের দুরন্ত বোলিংয়ে ৪৯ ওভারে ৩০৭ রানে গুটিয়ে যায় ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়নরা।

অস্ট্রেলিয়াকে এ রানে বেঁধে রাখার নেপথ্য নায়ক আমির। সব মিলিয়ে এ ম্যাচে ৫ উইকেট শিকার করেন তিনি। কাঙ্ক্ষিত সাফল্য পেয়েই মাঠে সিজদাহ করেন বাহাতি পেসার। বরাবরের মতো মুসলমানের পরিচয় দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে