বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ০৪:৪৩:০৯

একাই ম্যাচ জিতিয়ে দেয়ার মত সামর্থ্য আছে ওর : সুজন

একাই ম্যাচ জিতিয়ে দেয়ার মত সামর্থ্য আছে ওর : সুজন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যার মধ্যে একটিতে জয়, দুইটিতে হার ও বাকি একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিশ্বকাপে অংশ নেওয়া দশ দল একে অপরের মুখোমুখি হবে। বাংলাদেশের সামনে আরো পাঁচটি ম্যাচ রয়েছে।

বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে বাকি ম্যাচগুলোর চারটিতেই জিততে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘শুধু উইন্ডিজ না, যেকোনো দলই আমাদের জন্য কঠিন। আমাদের সক্ষমতা আছে। সাকিবের সামর্থ্য আছে একাই ম্যাচ জিতিয়ে দেয়ার। তামিম, মুশফিক আছে, তারাও সেটি পারে।’

তিনি আরো বলেন, ‘কঠিন প্রতিপক্ষকে হারিয়েই আমাদের সামনে যেতে হবে। যদি সেরা চারে উঠতে চাই। আমরা সেভাবেই পরিকল্পনা করব, যেভাবে জেতা যায়। বাংলাদেশ দলকে উপরের দিকে যেতে হল কঠিন পথ পেরিয়েই যেতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে