বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯, ০৬:০০:৫৪

বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত: সৌরভ গাঙ্গুলী

বাংলাদেশ ক্রিকেটকে সাহায্য করতে আমি সব সময় প্রস্তুত: সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলী আছেন ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে। আর বিশ্বকাপের আগেই থেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে তিনি অনুসরণ করছেন। ক্রিকেটে বাংলাদেশের উত্থান নিয়ে তিনি রোমাঞ্চিত। তাছাড়া বাঙালির যেকোনো অর্জন নিয়ে গর্ববোধ করেন সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি টাইগারদের পরামর্শ দিয়ে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘বাংলাদেশ ভালো টিম শুধুমাত্র একজন স্পিড গতির বলার দরকার। তাই তাসকিনের ইনজুরি হয়তো তাদের একটু সমস্যা তৈরি করে ফেলেছে। বাংলাদেশের ব্যাটিং ভালো সাকিব দারুণ ফর্মে আছে। মুশফিকুর রহিমও তার ফর্মে আছে।’

তিনি বলেন, ‘আমি মনে করি, বাংলাদেশের উচিত যতটা সম্ভব আগে ব্যাটিং করা। আগে ব্যাটিং করে স্কোর বড় করে অপজিশন দলকে প্রেশারে আটকানো। চেজ করতে গেলে বাংলাদেশের বোলিং টা একটু দুর্বল তো বিশেষ করে জোরে বোলিংটার অভাব।’

‘তাই অপজিশন বড় রান করে দিলে সেটা আর চেজ করতে পারে না। সাউথ আফ্রিকার বিপক্ষে আগে রান করে সেটা ডিফেন্ড করেছে। তাই আমার মতে এই ভাবে খেললে হয়তো বাংলাদেশ ভালো পজিশনে থাকবে।’

সৌরভ গাঙ্গুলী আরও বলেন, ‘অলরাউন্ডার দরকার নেই, যদি রুবেল হোসেন ফিট থাকে তাহলে তাকেই খেলাতে হবে। কারণ রুবেল হোসেনের বলে গতি আছে। আর যদি সাত ব্যাটসম্যান কিছু করতে না পারে তাহলে আট ব্যাটসম্যানও কিছু করতে পারবে না। মাহমুদুল্লাহ আছে মোহাম্মদ মিঠুন আছে এরা সাত ও আট অবদি ব্যাটিং করে এর বেশি দরকার নেই।’

বাংলাদেশ দলের কোচ কিংবা পরামর্শক হিসেবে সুযোগ এলে কাজ করবেন তিনি? এ ব্যাপারে সৌরভ বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটকে সহযোগিতা করার জন্য আমি সব সময় প্রস্তুত। কিন্তু সেটা কতটা দিন বা কতটা সময় সেটা ডিপেন্ড করে। দেখা যাক, এখন তো আর সেসব নিয়ে ভাবিনি। তবে বাংলাদেশ ক্রিকেট কে সাহায্য করতে আমি সব সময় রেডি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে