রবিবার, ১৬ জুন, ২০১৯, ০২:০৫:০৪

জাপানের মেসি খ্যাত সেই কিশোরকে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ

জাপানের মেসি খ্যাত সেই কিশোরকে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক: জাপানি কিশোর ফুটবলার তাকেফুসা কুবোকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ক্লাবটির মতে ১৮ বছর বয়সী এই ফুটবলার বিশ্বের অন্যতম সেরা উদীয়মান ও সম্ভাবনাময়। রিয়াল তার জন্য ২ মিলিয়ন ইউরো দিচ্ছে (১.৭৮ মিলিয়ন পাউন্ড)। লস ব্লাঙ্কোসরা তাকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করছে। প্রতি বছর কিশোর এই ফুটবলার ১ মিলিয়ন ইউরো করে পাবেন।

কুবো অবশ্য রিয়াল মাদ্রিদের কাস্তিলা (রিজার্ভ টিম) তে যোগ দিবেন। বর্তমানে তিনি জাপানের হয়ে কোপা আমেরিকায় খেলতে ব্রাজিলে আছেন। ৯ জুন জাপানের হয়ে এল সালভাদরের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে।

২০১৮-১৯ মৌসুমে কুবো জাপানের শীর্ষস্থানীয় ক্লাব এফসি টোকিও এর হয়ে খেলেছেন। গোল করেছেন ৪টি। যদিও রিয়াল তাকে অসাধারণ টেকনিক সম্পন্ন অ্যাটাকিং মিডফিল্ডার বলে উল্লেখ করছে।

অবশ্য কুবো ৯ থেকে ১৩ বছর বয়স পর্যন্ত বার্সেলোনার নজরে ছিলেন। কিন্তু অল্প বয়সী খেলোয়াড় দলে ভেড়ানোর দায়ে বার্সেলোনা দোষী সাব্যস্ত হওয়ায় তার বার্সায় যোগ দেওয়ার পথ রুদ্ধ হয়ে যায়। সেই সুযোগে রিয়াল মাদ্রিদ দলে টেনে নেয় তাকে। তথ্যসূত্র : মার্কা ও বিবিসি স্পোর্টস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে