রবিবার, ১৬ জুন, ২০১৯, ০৭:৫৯:৪৮

ভারত ব্যাটিং করতে না পারলে পাকিস্তানের সামনে যে টার্গেট দাঁড়াবে

ভারত ব্যাটিং করতে না পারলে পাকিস্তানের সামনে যে টার্গেট দাঁড়াবে

স্পোর্টস ডেস্ক: চলছে দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা। এদিকে বৃষ্টির বাধায় পড়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোহলিদের ব্যাটিংয়ের শেষের দিকে বৃষ্টি নামলে খেলা বন্ধ রাখতে বাধ্য হন আম্পায়ার। ৪৬ ওভার ৪ বল খেলা হওয়ার পর দুই দল মাঠ ছাড়ে।

এদিকে ম্যানচেস্টারে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভারত চার উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। যদি বৃষ্টির কারণে কোহলিরা আর ব্যাট করতে না পারেন তাহলে পাকিস্তানের সামনে টার্গেট দাড়াবে ৪৬ ওভারে ৩২৭ রান।

আর যদি বৃষ্টি পাকিস্তান ইনিংসের সময়ও থাকে তাহলে খেলা হতে পারে ২০ ওভারে। তখন পাকিস্তানের সামনে টার্গেট দাঁড়াবে ১৮৪ রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে দুর্দান্ত শুরু করে ভারত। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ১৩৬ রান।

এদিকে রাহুল হাফসেঞ্চুরি করে ফিরে গেলেও সেঞ্চুরি করতে ভুল করেননি রোহিত শর্মা। শেষ পর্যন্ত ১৪০ রান করে ক্ষাণত হন রোহিত। রাহুলের ব্যাট থেকে আসে ৫৭ রান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে