রবিবার, ১৬ জুন, ২০১৯, ০৮:১৪:৩৬

পাকিস্তানকে ৩৩৭ রানের বিশাল টার্গেট দিল ভারত

পাকিস্তানকে ৩৩৭ রানের বিশাল টার্গেট দিল ভারত

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মার সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান সংগ্রহ করেছে ভারত। ফলে জয়ের জন্য চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে করতে হবে ৩৩৭ রান।

রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে ভারতের দুই ওপেনার রোহিত ও রাহুল। তবে রাহুল ৫৭ রান করে ওয়াহাবের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন। অন্যদিকে রোহিতের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক কোহলি।

তবে সেই জুটিতে আঘাত হানে হাসান আলি। ১৪০ রান করে হাসান আলির বলে ওয়াহাবের হাতে তালুবন্ধি হয়ে ফিরেন রোহিত। এরপর ২৬ রান করে আমিরের বলে বাবরের হাতে ক্যাচ দিয়ে ফিরেন হার্দিক। অন্যদিকে ১ রান করে আমিরের বলে সরফরাজের হাতে ধরা পড়ে ফিরেন ধোনি।

এরপর ৭৭ রান করে সেই আমিরের বলে সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেন কোহলি। শেষ পর্যন্ত বিজয় ১৫ ও কেদার ৯ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে ভারত। জয়ের জন্য পাকিস্তানের দরকার ৩৩৭ রান।

বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ বারের দেখায় ৬ বারই হেরেছে পাকিস্তান। আজ জিতলে বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মত হারাবে তারা।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে