রবিবার, ১৬ জুন, ২০১৯, ০৮:৪৬:২৮

সোমবারের ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবেনা : লয়েড

সোমবারের ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবেনা : লয়েড

স্পোর্টস ডেস্ক:চলতি বিশ্বকাপে তারা হয়তোবা এ পর্যন্ত মাত্র একটি ম্যাচ জিতেছে। তবে কিংবদন্তি ক্লাইভ লয়েডের বিশ্বাস, বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজনীয় ব্যাটিং-বোলিং সব শক্তিই ওয়েস্ট ইন্ডিজের আছে। ওয়েস্ট ইন্ডিজ চার ম্যাচে এ পর্যন্ত একটিতে জয়ী হয়েছে, দুটিতে পরাজিত হয়েছে এবং একটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লয়েড স্বীকার করেন যে, লড়াইয়ে ফেরা এবং নিজেদের প্রমাণের জন্য উইন্ডিজের এটাই সঠিক সময়।

সোমবারের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন লয়েড। তিনি বলেন, 'আগামীকাল সোমবারের ম্যাচে বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবেনা। কেননা সম্প্রতি ত্রিদেশীয় সিরিজে তারা ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচে হারিয়েছে। এই টুর্নামেন্টে ইতোমধ্যেই তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং ইংল্যান্ডের বড় সংগ্রহের বিপক্ষেও তারা শুরুটা বেশ ভালো করেছিল।'

তিনি আরও বলেন, 'ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই জেগে উঠতে হবে এবং বাংলাদেশকে সমীহ করতে হবে। উভয় দলের জন্যই এটা মাস্ট উইন ম্যাচ। বাংলাদেশ নিজেদের খেলা সম্পর্কে খুব ভালো জানে এবং এখন ওয়েস্ট ইন্ডিজকে দাঁড়াতে হবে এবং বাংলাদেশকে হিসেব করতে হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে