সোমবার, ১৭ জুন, ২০১৯, ০২:১৮:২৮

‘স্যরি স্যার, বুঝতে পারিনি এটা আপনার নম্বর’

 ‘স্যরি স্যার, বুঝতে পারিনি এটা আপনার নম্বর’

স্পোর্টস ডেস্ক: ‘স্যরি স্যার, বুঝতে পারিনি এটা আপনার নম্বর’, অ্যান্ডি রবার্টসের সঙ্গে দীর্ঘদিন পর কথোপকথনের শুরুতেই ক্ষমা চেয়ে নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ক্যারিবীয় কিংবদন্তিতুল্য ফাস্ট বোলার বাংলাদেশ অধিনায়কের অলিখিত বোলিং-গুরু। আজ এত বছর যে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন মাশরাফি, তার পেছনে সম্ভবত রবার্টসের অবদানই সবচেয়ে বেশি। এ ক্যারিবীয় সেদিন বাসায় এসে বিকেএসপি ধরে না নিয়ে গেলে হয়তো ঢাকায় খেলাই হতো না মাশরাফির!

সে ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে। বিশ্বকাপের মাঠে প্রিয় ‘কৌশিকে’র বোলিং ঠিকঠাক হচ্ছে না আর এ নিয়ে বেশ কথা-টথাও হচ্ছে। তাই দূর থেকে বারবার কল করেছেন। কিন্তু অচেনা নম্বর দেখে ফোন ধরেননি মাশরাফি, ‘আমার নম্বর উনি কিভাবে জোগাড় করেছেন জানি না। আমিও উনার নম্বর জানতাম না। তাই ফোন ধরিনি। পরে টেক্সট দেখে বুঝেছি স্যার কল করেছিলেন।’ বুঝতে পারার পর আর দেরি করেননি মাশরাফি, “ফোন করে বললাম, ‘স্যরি স্যার, বুঝতে পারিনি এটা আপনার নম্বর।’ স্যার বললেন, ‘ওভারের চারটি বল ঠিকই করছ। কিন্তু দুটি মারার বল দিচ্ছ। ওরা মেরে দিচ্ছে। আর এ যুগে চারটি ভালো বল থেকেও অন্তত সিঙ্গেল নিয়ে নেয় ব্যাটসম্যান। তোমার সমস্যা হচ্ছে ওই দুই বল।” বাংলাদেশ অধিনায়কই জানালেন, ‘স্যার ইংল্যান্ডে আসতে পারেন। এলে দেখা হবে।’

দেখা হলে কথাও হবে। তবে অ্যান্ডি রবার্টসের সঙ্গে ফোনে কয়েক মিনিটের কথাই কেমন টনিক হয়ে জাগিয়ে দিয়েছে বাংলাদেশ অধিনায়ককে, ‘স্যারকে বলেছি, আমার একটু সমস্যা হচ্ছে। উনি ওটা সারিয়ে নিতে বলেছেন।’ সেই সমস্যার সূত্রপাত তাঁর চোটজর্জর শরীর। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি গত পরশু ফিল্ডিং প্র্যাকটিসের সময় নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। তবু কাল স্পট বোলিং করেছেন মাশরাফি। সেই কবে থেকেই তো তাঁর ক্রিকেট-জীবন এমনই, ‘ব্যথা তো সব সময়ই থাকে। আমার এই বয়সে একজন পেস বোলারকে ব্যথা নিয়েই খেলতে হবে। আমি তো আর নতুন না, ১৮ বছর হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে