সোমবার, ১৭ জুন, ২০১৯, ০২:২৪:৪৯

আজ বৃষ্টি হলেও ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই

আজ বৃষ্টি হলেও ম্যাচ পণ্ড হওয়ার সম্ভাবনা নেই

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সোমবার মাঠে নামছে বাংলাদেশ। কিন্তু এখন পর্যন্ত বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে চারটি ম্যাচ। তাই এখানকার আবহাওয়াকেই বড় বাধা হিসেবে ধরা হয়। তবে আজকের ম্যাচ বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। তাই খেলা পণ্ড হওয়ার সম্ভাবনা নেই।

১৭ জুন টন্টনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ম্যাচের প্রথম কয়েক ঘণ্টায় (সকাল) ১০-২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে। এতে উভয় দলই স্বস্তির শ্বাস ফেলতে পারে। বৃষ্টি হলেও বিরতি দিয়ে রোদ উঠবে। বিকেলে আকাশ পরিষ্কার থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে আসবে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

এদিকে বিবিসির আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আকাশে খানিকটা মেঘ জমে থাকবে। হয়তো বাতাস বইবে ভালোই। কিন্তু সারাদিনে বৃষ্টি পড়ার সম্ভাবনা ৬ থেকে ২১ শতাংশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে  গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে