সোমবার, ১৭ জুন, ২০১৯, ০৪:৫১:১৮

বাড়তি বাতাস কাজে লাগিয়ে বলকে যেন নিজেদের হয়ে কথা বলাচ্ছেন টাইগাররা

বাড়তি বাতাস কাজে লাগিয়ে বলকে যেন নিজেদের হয়ে কথা বলাচ্ছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ইনিংসের তিন ওভার শেষ। এই সময়ে ১১টি বল খেলেও খাতা শূন্য ক্রিস গেইলের। তখন মনে হচ্ছিল ঝড়ের আগে শান্ত অবস্থা! অদূরেই হয়তো ছক্কা বৃষ্টির পূর্বাভাস। সেটা আর হল কোথায়। শূন্য খাতা নিয়েই ফিরতে হল গেইলকে। অসাধারণ এক ডেলিভারিতে ক্যারিবীয় দানবকে ফেরালেন মোহাম্মদ সাইফউদ্দিন।

টস জিতে কেনো আগে বোলিং নিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা? সেটা প্রথম পাঁচ ওভারে অনেকটা প্রমাণিত। অধিনায়কের নিজের করা প্রথম ওভার থেকে কোনো রানই নিতে পারেননি গেইল। ক্যাপ্টেনের দেখানো কিপটেমির পথে হাঁটলেন সাইফউদ্দিনও। তার একের পর এক সুইংয়ে দিশেহারা ‘ইউনিভার্স বস’ গেইল ও সঙ্গী এভিন লুইস। ওল্ড ট্রাফোর্ডের বাড়তি বাতাস কাজে লাগিয়ে বলকে যেন নিজেদের হয়ে কথা বলাচ্ছেন টাইগাররা।

ইনিংসের চতুর্থ আর সাইফউদ্দিনের করা দ্বিতীয় ওভারের প্রথম বলটি ঠিক মতো খেলতে পারেননি গেইল। দ্বিতীয় বলে আর রক্ষা হল না তার। অফস্টাম্পের বাইরে কিছুটা আউট সুইং করা বল খেলতে গেলে ব্যাটের কানায় লাগে। নিজের বাঁদিকে ঝাপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নেন এ বিশ্বকাপেই উইকেটের পেছনের কারণে সমালোচনার শিকার মুশফিকুর রহিম।

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপে আগের তিন ম্যাচে ক্রিস গেইলের স্কোর ০, ১ ও অপরাজিত ৩৭ রান। এবারও সেই স্কোর ছাড়িয়ে যেতে পারলেন না। খালি হাতে ফেরার আগে খেলে যান ১৩টি বল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে