মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১২:২৮:৩৫

বিশ্বকাপে টিকে থাকার বাঁচা-মরা লড়াইয়ে হেরে যা বললেন উইন্ডিজ অধিনায়ক

বিশ্বকাপে টিকে থাকার বাঁচা-মরা লড়াইয়ে হেরে যা বললেন উইন্ডিজ অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টিকে থাকার বাঁচা-মরা লড়াইয়ের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিলো বাংলাদেশ।

আগে ব্যাট করে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ম্যাচজয়ী (১২৪) রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস খেলেন লিটন দাস।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২২ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বোচ্চ (৯৬) রানের ইনিংস খেলেন শাই হোপ। এছাড়াও শিমরন হেটমায়ারের (৫০) ও এভিন লুইজের (৭০) রানের ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান সংগ্রহ করে উইন্ডিজ।

ম্যাচ হেরে উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার বলেন , ব্যাটিং বোলিং দুই দিক নিয়েই আমাদের ভাবতে হবে। আমরা ব্যাটিংয়ে ৪০-৫০ রান কম করেছি। ব্যাট করার জন্য উইকেট দুর্দান্ত ছিল,তবে আমরা জয়ের জন্য পর্যাপ্ত রান তুলতে পারি নি।

আমি মনে করি বল হাতে আমাদের আরও ডিসিপ্লিন্ড হওয়া উচিৎ ছিল, এর সাথে ফিল্ডিংয়েও আমাদের আরও উন্নতি করতে হবে। প্রথম ১০ ওভারে আমাদের জন্য ব্যাট করা কঠিন ছিল। তবে মিডল ওভারে এবং শেষ ওভার গুলোতে আমাদের আরও বেশী রান তোলা উচিৎ ছিল বলে আমি মনে করি। ৩২০ রান করে জয় পেতে হলে বোলিংয়ে আপনাকে অনেক বেশী লড়াই করতে হবে, কিন্তু সেটা আমরা পারি নি।

আমরা উইকেট নিতে পারছিলাম না, এরপর আমরা দুই একটি ক্যাচ ছেড়েছি। যার কারনে আমরা আর ম্যাচে ফিরতে পারি নি। আমরা স্ট্যাম্পে বল করতে চেয়েছিলাম কিন্তু পারি নি। হারের জন্য কোন অযুহাত দিব না, আমাদের আরও বেশী ভাল করা উচিৎ ছিল। আমাদের হাতে আরও কিছু ম্যাচ আছে, এখন আমাদের কাছে সব ম্যাচেই বাচা মরার আশা করি আমরা ঘুরে দাঁড়াবো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে