মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১২:৫২:৫১

ম্যাচ শেষে বিসিবির ভুল ধরিয়ে দিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান সাকিব

ম্যাচ শেষে বিসিবির ভুল ধরিয়ে দিয়ে যা বললেন সেঞ্চুরিয়ান সাকিব

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানের সেঞ্চুরি ও লিটন কুমার দাসের ফিফটির সঙ্গে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের যোগ্য দুইটি ইনিংসে সহজ জয়ই পেয়েছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের করা ৩২১ রানের সংগ্রহটা মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখেই টপকে ফেলেছে বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘খুবই ভালো ফিল হচ্ছে। আমি জানতাম তিন নম্বর পজিশনে ব্যাটিং করলে আমি অনেক সুবিধা পাবো। যদি আমি পাঁচে ব্যাটিং করি তবে আমাকে ইনিংসের ৩০-৪০ ওভারের সময় ব্যাট হাতে নামতে হয়। তাই আমি মনে করি না ঐটি ছিল আমার জন্য আদর্শ পজিশন।’

এসময় সাকিবকে নিজের বোলিং নিয়েও কথা বলতে দেখা যায়। বলেন, ‘আমি আমার বোলিং নিয়ে কাজ করে যাচ্ছি। চলতি বিশ্বকাপে আমার সময়টা ভালো যাচ্ছে। আশা করি সবাই আমাকে সমর্থন দিয়ে যাবে।

টনটনের ছোট মাঠে প্রতিপক্ষের ৩২১ রানের সংগ্রহটা ছিলো অনুমেয়। বিশ্বকাপের মতো বড় আসরে ভালো করতে হলে, এসব ম্যাচে জিততে হবে দাপট দেখিয়ে। সে কাজটি যেন অক্ষরে-অক্ষরে মিলিয়েই করলো বাংলাদেশ ক্রিকেট দল। ৯৯ বলে ১৬ টি চার হাঁকিয়ে ১২৪ রানে অপরাজিত থেকে দল রেকর্ডীয় জয় উপহার দেন সাকিব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে