মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০১:২০:৩০

এখনও সেরাটা দেয়া বাকি রয়েছে, জানালেন সাকিব নিজেই

এখনও সেরাটা দেয়া বাকি রয়েছে, জানালেন সাকিব নিজেই

স্পোর্টসে ডেস্ক: বিশ্বকাপে বল হাতে এখনও নিজের সেরাটা দেয়ার বাকি রয়েছে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ৫ ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

বল হাতে খুব বেশি আহামরি পারফর্মেন্স না করলেও ব্যাটিংয়ের দিক থেকে দারুণ ফর্মে আছেন তিনি। দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরি নিয়ে টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকও বনে গিয়েছেন সাকিব। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং নিয়েও কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলার পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব জানিয়েছেন বোলিংয়ে এখনও সেরাটা দেয়ার অপেক্ষায় আছেন তিনি।

নিজের প্রতি পূর্ণ আত্মবিশ্বাস রেখে সাকিব বলেছেন,’আমি আমার বোলিং নিয়েও কাজ করছি। এই মুহূর্তে আমি ভালো করছি, তবে আমি এর থেকেও ভালো করতে পারি অবশ্যই। সমর্থকরা এই বিশ্বকাপে অসাধারণ ভূমিকা রেখেছে, আশা করি তারা আমাদের সমর্থন দিয়ে যাবে।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন সাকিব। দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকানোর পর ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি।

এরপর আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকান সাকিব। একই সাথে এই ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৬ হাজারি রানের ক্লাবে প্রবেশ করেছেন এই অলরাউন্ডার। ম্যাচটিতে বল হাতে ৫৪ রান খরচায় ২ উইকেটও শিকার করেছিলেন সাকিব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে