মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০১:৪৯:১৯

যে কারণে রুবেল নয়, লিটন দাস

যে কারণে রুবেল নয়, লিটন দাস

স্পোর্টসে ডেস্ক: উইন্ডিজের বিপক্ষে দলে পরিবর্তনের দাবি ছিল। তবে সেই দাবির অংশ জুড়ে ছিল রুবেল হোসেনের নাম। কিন্তু একাদশে পরিবর্তন এলেও এই পেসার এবারো বসে থাকলেন দর্শক হয়ে। তিন ম্যাচে ব্যর্থ মোহাম্মদ মিঠুনের পরিবর্তে দলে জায়গা পান আরেক উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস। বলার অপেক্ষা রাখেনা লিটনের এটি বিশ্বকাপ অভিষেক। দলের ব্যাটিং শক্তি বাড়ানোর কথা চিন্তা করেই তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে একাদশে। শুধু তাই নয়, দলের সেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহীম হাতে ব্যথা  পেয়েছিলেন এই ম্যাচের আগে। তাই তাকে নিয়ে শঙ্কা ছিল কিছু্‌টা।

যদি কোনো কারণে তিনি ফের আহত হন বা হাতে ব্যথা অনুভব করেন তাহলে একজন বিকল্প উইকেট কিপারের প্রয়োজন। সেটিও ছিল লিটনকে একাদশে যোগ করার আরো একটি কারণ। ২০১৫ বিশ্বকাপে দূর্দান্ত বল করা রুবেল হোসেনকে জায়গা দেয়ার মতো অবশ্য কোন বিকল্পও খুঁজে পাওয়া যায়নি। বল হাতে তরুণ মেহেদী হাসান মিরাজ,  মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান আছেন দারুণ ফর্মে। তাই এই তিন বোলারকে একাদশের বাইরে রাখার কোন কারণ ছিল না। 

অন্যদিকে ২০১৫তে ওয়ানডে ক্রিকেটে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল লিটনের। দীর্ঘদিন দলে সুযোগ পেয়েও প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন নিজেকে। অবশেষে গেল বছর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে নিজের যোগ্যতার প্রমাণ রাখেন। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপেও জায়গা করে নিবেন তিনি। শেষ পর্যন্ত সেটি হয়েছে। তবে মাঠে অভিষেক হতে তাকে অপেক্ষা করতে হয়েছে ৪ ম্যাচ। অভিষেক হতে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচেই। কিন্তু সেই ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেটি সম্ভব হয়নি। অবশেষে স্বপ্নের বিশ্বকাপে অভিষেক হয়েছে তার। এখন দেখার বিষয় বড় মঞ্চে কতটা নিজেকে প্রমাণ করতে পারেন এই প্রতিভাবান তরুণ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে