মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০২:১৭:২৮

এমন ঐতিহাসিক জয়ের পরও আনন্দের বন্যায় ভেসে যায়নি টাইগারদের ড্রেসিং রুম!

এমন ঐতিহাসিক জয়ের পরও আনন্দের বন্যায় ভেসে যায়নি টাইগারদের ড্রেসিং রুম!

স্পোর্টসে ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয় শেষে সাকিব আল হাসান বলে দিলেন, এমন জয়ের সত্যিকার উৎস ছিল আমাদের ড্রেসিং রুম। ৩২২ রানের হিমালয় সমান টার্গেট সামনে থাকার পরও ড্রেসিং রুম ছিল নির্ভার। উদ্বেগ-উৎকণ্ঠা আর ভয়ডর ছিল না কারও মাঝে। সবাই কনফিডেন্ট ছিল জয়ের ব্যাপারে। তাই ভালো খেলা এভাবে সহজ হয়েছে।

হ্যাঁ, আনন্দের বহিঃপ্রকাশে করমর্দন আর আলিঙ্গন ছিল। তবে ছিল না বাড়তি উচ্ছ্বাস-আবেগ। এমন জয়ের পর একসময় টাইগারদের ড্রেসিং রুম আকার নিতো উৎসবের কেন্দ্রবিন্দুতে। ‘আমরা করবো জয়..., আমরা করবো জয় একদিন...,’- এই গানটা ছিল ড্রেসিং রুমে আনন্দ উদযাপনের মূল হাতিয়ার।

এখন আর তেমন উৎসব হয় না। যত বড় দলের সাথে জয়ের দেখাই মিলুক না কেন, এখন টাইগাররা আর আগের মতো উদ্বেলিত হন না। আজও হলেন না।

খেলা শেষে সে অর্থে সাজঘরে তেমন কিছুই হয়নি। কেক কাটা, মিষ্টি মুখ করা কিছুই না। শুধু বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আইসিসি হসপিটালিটি বক্স থেকে নেমে ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তাদের সাথে খানিক সময়ও কাটান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে