মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১২:৩৩:৪১

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিৎ: শোয়েব

বাংলাদেশের কাছ থেকে পাকিস্তানের শেখা উচিৎ: শোয়েব

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে টানা সপ্তমবারের মতো ভারতের কাছে হারায় সরফরাজদের ওপর রীতিমতো খেপেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটারেরা। একেকজন নিজেদের মতো করে ক্ষোভ উগরে দিয়েছেন। সেই তালিকায় সবার উপরেই আছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। যখনই সুযোগ পান তখনই পাকিস্তানের সমালোচনায় মেতে ওঠেন এই পেসার। ওয়েস্ট ইন্ডিজের কাছে পাকিস্তানের হারের পর গোটা দলের পাশাপাশি আলাদা করে সরফরাজের সমালোচনা করেন।

এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হারের পরও তীব্র সমালোচনায় মেতে ওঠেন তিনি। এবার অবশ্য দলের হারের জন্য নয়। অন্য দলের (বাংলাদেশ) জয় দিয়েই পাকিস্তানকে খোঁচা দিলেন শোয়েব।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার পর বাংলাদেশের প্রশংসা করেন শোয়েব। পাশাপাশি বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার তাগিদও দেন পাকিস্তানকে। সাবেক এই গতি তারকা এক টুইটে বলেন, ‘দুর্দান্ত এক পারফরম্যান্স ছিল। বাংলাদেশ আজ যেভাবে খেলেছে এবং ৩২২ রান তাড়া করেছে, আমি আশা করি আমরা (পাকিস্তান) এখান থেকে শিক্ষা নিব।’

পাকিস্তানের ব্যাটিংয়ে ‘কলাপ্স’ ঠেকাতে বাংলাদেশের মত খেলা উচিৎ উল্লেখ করে তিনি টুইট বার্তায় বলেন, ‘এভাবেই আপনাকে দ্রুত উইকেট পতন থেকে দূরে থাকতে হবে এবং বড় লক্ষ্য তাড়া করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে