মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০১:৫৯:৫১

বাংলাদেশের ইতিহাস গড়া জয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশের ইতিহাস গড়া জয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে গতকাল সোমবার বাংলাদেশের জয়টি পাল্টে দিয়েছে সব হিসাব-নিকাশ! এই ম্যাচে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা জাগিয়ে রাখল বাংলাদেশ। টাইগাররা এক লাফে উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচে। ক্যারিবিয়ানদের ছুঁড়ে দেওয়া ৩২২ রানের লক্ষ্য মাত্র ৩ উইকেট হারিয়ে ৫১ বল হাতে রেখে টপকে যায় মাশরাফী বাহিনী।

বাংলাদেশের এমন পারফর্মেন্সের পর টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা খেলোয়াড় থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা। সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন।

গাঙ্গুলি নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘সাবাশ বাংলাদেশ। দলটিতে এত এত ভালো খেলোয়াড় দেখে খুব ভালো লাগছে। এভাবেই খেলতে থাকো।’

ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশ শুধু জয়ই পায়নি, ইতিহাসও সৃষ্টি করেছে। বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করে জয়গুলোর মধ্যে দ্বিতীয় জয় এটি। টনটনে সাকিবের অপরাজিত সেঞ্চুরির (১২৪) সঙ্গে লিটন দাসের অপরাজিত ঝড়ো হাফসেঞ্চুরিতে (৯৪) ইতিহাস গড়েছে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে