মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ০৩:৪৪:০৯

‘Alhamdulillah couldn’t be more proud! All praises to almighty Allah!!!’: শিশির

‘Alhamdulillah couldn’t be more proud! All praises to almighty Allah!!!’: শিশির

স্পোর্টস ডেস্ক: এখন বিশাল লক্ষ্য তাড়া করেও যে জেতা সম্ভব সেটা প্রমাণ করেছে বাংলাদেশ। টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে টাইগাররা। এই জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ।

কারণ ওয়ানডে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। অবশ্য ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডেটি ছিল বিশ্বকাপেই। এই জয়ের সুবাদে শেষ চারে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। ঐতিহাসিক এ জয়ের পরপরই সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি জানিয়েছেন।

গতকাল ১৭ জুন সোমবার রাত ১১টা ৪৩ মিনিটে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ এর চেয়ে গর্বের কিছু নেই! সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর।’ এদিকে বাংলার সঙ্গে ইংরেজিতে তিনি লেখেন, ‘Alhamdulillah couldn’t be more proud! All praises to almighty Allah!!!’

এদিকে গতকাল বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। এদিন মাঠে সাকিবের শতকের মুহূর্তে গ্যালারিতে শিশির কেঁদে দেন। সাকিবপত্নীর ওই আবেগময় মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে।

এদিকে ক্যারিবীয়দের বিপক্ষে ইতিহাস গড়ার পেছনে মূল ভূমিকা পালন করেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব দলের হয়ে সর্বোচ্চ ম্যাচজয়ী ১২৪ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ৫৪ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন সাকিব।

সাকিবের বোলিং এবং ব্যাটিং নৈপুণ্যে পরাজয় বরণ করতে হয়েছে গেইলদের। ম্যাচে উইন্ডিজের দেয়া ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৫১ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টাইগারদের অবস্থান পঞ্চম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে