মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১১:০২:২২

কে কী বলে দেখার দরকার নেই নিজে ঠিক থাকলে হয়: মোস্তাফিজ

কে কী বলে দেখার দরকার নেই নিজে ঠিক থাকলে হয়: মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ জেতেন বাংলাদেশ দল। ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ টি উইকেট নেন দেশ সেরা বোলার মোস্তাফিজ।

সংবাদমাধ্যম এর সামনে আসার কথা শুনে সবাই একটু অবাকই হন। কারন তিনি সচারচর গণমাধ্যমের সামনে আসতে চান না। লিটনের কথা শেষে যখন তাঁর দিকে তাকানো হলো, অনেক কথা তো শুনলেনই। আমার কথা আর কী শুনবেন বলে কোনোভাবে এড়িয়ে যেতে চাইলেন। কিন্তু এড়িয়ে যেতে চাইলেও পারেননি তিনি।

গতকালকের ম্যাচের সফলতম বোলার হচ্ছেন তিনি। কেননা গতকাল তিনি ৪০তম ওভারে ৩ বলের মধ্যে শিমরন হেটমায়ার আর আন্দ্রে রাসেলকে যদি না ফেরাতে পারতেন, তাহলে ক্যারিবীয় ব্যাটসম্যানরা স্কোরটা অনেক দূর এগিয়ে যেত। মোস্তাফিজ বরাবরই কম কথা বলেন। কম কথা বলাতে কোন সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হল পারফরম্যান্সে একটু ঘাটতি হলেই যে কথা ওঠে মোস্তাফিজের বিপক্ষে। বলা হয়, মোস্তাফিজের ধার আর আগের মতো নেই। কিন্তু কালকের ম্যাচে তিনিই সর্বসেরা বোলার।

সাংবাদিকদের এমন কথায় তিনি বলেন, নিজে ঠিক থাকাটা জরুরি তো অবশ্যই। কে কী বলে দেখার দরকার নেই। নিজে ঠিক থাকলে হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে