মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১১:২৩:২৫

বাংলাদেশের পতাকা বিক্রি করতে পেরে আমি গর্বিত : চার্লটি ক্যারিন

বাংলাদেশের পতাকা বিক্রি করতে পেরে আমি গর্বিত : চার্লটি ক্যারিন

স্পোর্টস ডেস্ক : চলমান ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ওয়ানডে বিশ্বকাপে কেনিংটন ওভাল, কার্ডিফ, ব্রিস্টলের পর টনটনেও ভ্যান ভর্তি করে বাংলাদেশের জার্সি, ক্যাপ এবং পতাকার পসরা সাজিয়ে বসেছিলেন চার্লটি ক্যারিন।

পতাকা বিক্রেতা চার্লটি ক্যারিন বলেন, ‘বাংলাদেশের পতাকা বিক্রি করতে পেরে আমার খুবই ভালো লাগছে, আমি গর্বিত। ইংল্যান্ডের বাইরে বাংলাদেশের পতাকার চাহিদা বেশি। মাঠে যারাই খেলা দেখতে আসছেন বেশিরভাগ সমর্থকরা বাংলাদেশের পতাকা-জার্সি কিনচ্ছেন। আমারও খুব ভালো লাগছে বিভিন্ন ভেন্যুতে ঘুড়ে বাংলাদেশের পতাকা বিক্রি করতে।’

বাংলাদেশের পরের ম্যাচগুলোর ভেন্যুতেও যাবার ইচ্ছা প্রকাশ করলেন চার্লটি। তিনি বলেন, ‘বাংলাদেশ ম্যাচের সবগুলো ভেন্যুতে আমার ভ্যান নিয়ে হাজির হবার ইচ্ছা আছে। কারণ ম্যাচের দিন বাংলাদেশের পতাকা বেশি বিক্রি হচ্ছে।’

এখন পর্যন্ত বাংলাদেশের কতগুলো জার্সি-পতাকা বিক্রি হয়েছে জানতে চাইলে র্চালট বলেন, ‘প্রায় ৬-৭শ পতাকা-জার্সি বিক্রি হয়েছে। পতাকা ৪ থেকে ৫ পাউন্ড এবং জার্সি ১২ থেকে ১৫ পাউন্ডে বিক্রি করা হচ্ছে।’ আগের সব ভেন্যুর মত টনটন স্টেডিয়ামের পাশেই দেখা গেলো অস্থায়ী বিক্রেতাদের। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচেও বাংলাদেশের জার্সি-পতাকার বিক্রেতা বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে