বুধবার, ১৯ জুন, ২০১৯, ১২:০০:২৫

আধিপত্য বজায় রেখে বড় জয় পেল ইংল্যান্ড

আধিপত্য বজায় রেখে বড় জয় পেল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ যতো এগোচ্ছে, ইংল্যান্ড দল যেন ততোই নিজেদের ছন্দ ফিরে পাচ্ছে৷ মঙ্গলবার তাদের প্রতিপক্ষ আফগানিস্তান হলেও এবারের বিশ্বকাপে কোনও দলকেই হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই নেই৷

এদিন ম্যাঞ্চেস্টারে অবশ্য আগাগোড়া ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রেখে ১৫০ রানে জয় ছিনিয়ে নেয় ইংল্যান্ড৷ টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগান বোলারদের নিয়ে প্রায় ছেলেখেলা করেন ইংল্যান্ড ব্যাটসম্যানরা৷ 

অধিনায়ক ইয়ন মর্গ্যানের ৭১ বলে ১৪৮ রানের পাশাপাশি এদিন ইংল্যান্ডের হয়ে রান পেয়েছেন ওপেনার জনি বেয়ারস্টো (৯০) এবং জো রুট (৮৮)৷ এই তিন মূর্তির দাপটে ওল্ড ট্র্যাফোর্ডে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৯৭ রান তোলে ইংল্যান্ড৷ মর্গ্যানের ইনিংসটি সাজানো ৪টি চার এবং ১৭টি ছক্কায়৷ 

যা নতুন রেকর্ডও বটে৷ পাশাপাশি এদিন আরও একটা রেকর্ড গড়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খানও৷ ৯ ওভার হাত ঘুরিয়ে ১১০ রান দেন তিনি৷ যা বিশ্বকাপে জঘন্যতম বোলিংয়ের লজ্জার রেকর্ড৷

৩৯৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জেতাটা একেবারেই সহজ কাজ ছিল না আফগানদের জন্য৷ তবে ব্যাট হাতে লড়লেন শাহিদি (৭৬), অসগর (৪৪)-রা৷ শেষপর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রানই স্কোরবোর্ডে তুলতে পারেন নইবরা৷ ১৫০ রানে জিতে এখন লিগ টেবলে শীর্ষে আয়োজক ইংল্যান্ড৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে